ঈশ্বরগঞ্জে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৭, ২১:২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হারুয়া বাজারে চায়ের আড্ডায় কথা কাটাকাটির জেরে দোকানে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে।

রবিবার দুপুরে দোকান মালিক আব্দুর রাজ্জাকের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার হারুয়া বাজারে দীর্ঘদিন ধরে মনোহারি দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৬০)। গত শনিবার তার দোকানের সামনে চায়ের আড্ডায় বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আব্দুর রাজ্জাকের ছেলে রফিকুল ইসলাম এর সাথে পার্শ্ববর্তী আশ্রবপুর গ্রামের আ. রহিমের ছেলে আবুল খায়েরের (৩৬)। এরই জেরে সন্ধ্যায় খায়ের তার লোকজনকে নিয়ে বাজারে এসে আব্দুর রাজ্জাকের দোকানে হামলা চালিয়ে মারধর করে তাকে ও তার ছেলে রফিকুলকে আহত করে। এসময় দোকানের থাকা নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভাঙচুর করে আরও কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি করে।

স্থানীয়রা আব্দুর রাজ্জাক ও তার ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আব্দুর রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক হওয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বলেন, ভাঙচুরের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :