প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে নারায়ণগঞ্জে সমাবেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৭, ২২:১৫

নারায়ণগঞ্জে ডিএনডিতে ২০ লাখ মানুষের দুর্ভোগ লাঘবের উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডিবাসীর উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

রবিবার বিকালে নারায়াণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাভানা মাঠে ডিএনডির মেঘা প্রকল্পের উদ্বোধনের প্রাক্কালে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘আমরা যে সময়সীমা ধরেছি সেটি ২০২০ কিন্তু এমপি শামীম ওসমান বলছেন ২০১৮ এর মধ্যেই এ প্রকল্প শেষ করতে হবে। আমরা চেষ্টা করবো ২০১৯ সালের মধ্যেই প্রকল্প শেষ করতে। পাম্প বসালে হবে না এখানে আপনাদের সহায়তা দরকার।’

মন্ত্রী বলেন, ‘আমরা চাই ২০ লাখ লোকের সমস্যা সমাধান করতে। ৫০০ লোকের কথা চিন্তা করলে আমাদের হবে না। তাই এই ৫০০ লোক আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।’

জাপা নেতা মাহমুদ বলেন, ‘বাংলাদেশ এক সময় ৫৬০ কোটি টাকার কথা চিন্তা করতেই পারতো না। বাইরের দেশে গেলে আগে আমাদের বলতে হতো আমরা গরিব দেশের লোক কিন্তু এখন আর আমাদের বলতে হয় না। প্রধানমন্ত্রী আমাদের দেশকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে গেছেন। আগামীতে আমরা দ্রুতই মধ্যম আয়ের দেশে পরিণত হবো।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হুসনে আরা বাবলী, এমপি সানজিদা খানম, এমপি সৈয়দ আবুল হোসেন বাবলা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :