গফরগাঁওয়ে কলেজছাত্রী অপহৃত, ১০ লাখ টাকা দাবি

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৭, ২২:৫৯

ময়মনসিংহের সরকারি মুমিনুন্নিসা কলেজের সম্মান প্রথম বর্ষের এক ছাত্রীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ ওই ছাত্রীর নাম মৌমতি আক্তার মৌ।

এ ঘটনায় মৌমতির বাবা রবিবার রাত ৯টায় গফরগাঁও থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জন্মেজয় এলাকার ব্যবসায়ী মোখলেছুর রহমানের মেয়ে মৌ অনার্স প্রথম দিনের ক্লাস করার কথা বলে সকাল ৭টায় বাড়ি থেকে বাড়ি থেকে বের হন। বিকাল পৌনে ৫টায় অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনে মৌয়ের মায়ের মোবাইল ফোনে মেয়েকে ফিরে পেতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে পুলিশের সহায়তা নিলে মৌয়ের বড় ধরনের ক্ষতি হবে বলে হুমকি দেয়া হয়। এর পর থেকে অজ্ঞাত ব্যক্তির মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

অপহৃতা মৌমতির বাবা মোখলেছুর রহমান বলেন, মোবাইলে অজ্ঞাত ব্যক্তি মুক্তিপণ দাবি করার পর আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করে তাকে না পেয়ে গফরগাঁও থানায় মেয়েকে উদ্ধারের জন্য অভিযোগ দায়ের করেছি।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম ঢাকাটাইমসকে বলেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :