‘ট্রি হাউজে’ মাইক্রোসফটের অফিস (ভিডিও)

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৭, ১১:১১

‘ট্রি হাউজে’ অফিস খুললো পৃথিবীর শীর্ষ অপারেটিং সিস্টেম উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট।এটিই তাদের প্রথম ‘ট্রি হাউজ’ অফিস।

মাইক্রোসফট জানিয়েছে, তাদের এক গবেষণা বলছে, প্রকৃতির মধ্যে যদি কর্মস্থল হয় তবে সৃজনশীলতা বাড়ে। পাশপাশি কর্মদক্ষতা বাড়িয়ে কাজের আরো মনোযোগী হওয়া যায়। এতে করে কর্মীরা কর্মস্থলে সুখী হয়। এই ধারণার উপর ভিত্তি করে ট্রি হাউজ অফিস চালু করলো মাইক্রোসফট।

মাইক্রোসফটের এই ট্রি হাউজে আছে মিটিং প্লেস, বসার জায়গা, উন্মুক্ত বারান্দা এবং সুন্দর সিঁড়ি।যেখানে সহকর্মীদের সঙ্গে আড্ডা দিতে দিতে কাজে মনোনিবেশ করা যাবে। ট্রি হাউজে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি আছে ইন্টারনেট ব্যবহারের সকল সুবিধা। বলা যায়, অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ট্রি হাউজ তৈরি করেছে মাইক্রোসফট।

ট্রি হাউজটি অত্যাধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত। এটি নির্মাণে কাঠ ও মেটাল ব্যবহার করা হয়েছে। এর আচ্ছাদন, পাটাতন কাঠ এবং বসার জায়গা কাঠ নিয়ে তৈরি করা হয়েছে।

মাইক্রোসফটের এই ট্রি হাউজটি তাদের রেডমন্ড ক্যাম্পাসে অবস্থিত।

এর ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার পেট নেলসন। এটি গাছের তিন ধাপে তৈরি করা হয়েছে। যেখানে তিনটি সম্মেলন কক্ষ রয়েছে।

ভিডিওতে দেখুন মাইক্রোসফটের ট্রি হাউজ:

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :