শিশু হৃদয়ের সন্ধানে মুগদা খালে অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৭, ১১:২১

রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকার খালে পড়ে নিখোঁজ তিন বছর বয়সী শিশু হৃদয়কে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার ১৭ ঘণ্টার মতো পেরিয়ে গেলেও এখনো শিশুটির সন্ধান মেলেনি।

রবিবার বিকাল পাঁচটার দিকে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশুটি। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

সোমবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার আলী আজম জানান, শিশুটিকে উদ্ধারের জন্য আমরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি। এখনো শিশুটির সন্ধান পাওয়া যায়নি। খালটিতে প্রচুর ময়লা থাকায় স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। ময়লা সরিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে। উদ্ধার অভিযানে মুগদা থানা পুলিশও সহযোগিতা করছে।

স্থানীয়রা জানান, গতকাল বিকাল পাঁচটার দিকে মুগদার ওই খালটির পাশে খেলছিল শিশুটি। এর এক পর্যায়ে সে খালে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান।

শিশুটি খালপাড় এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবা কামাল হোসেন একজন রিকশাওয়ালা।

জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, জীবিত কিংবা মৃত অবস্থায় আমরা শিশু হৃদয়কে উদ্ধারের চেষ্টা করছি।

ঢাকাটাইমস/১৬অক্টোবর/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :