অনাকাঙ্খিত কল-বার্তা বন্ধে ভয়েসের আইনি নোটিশ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৭, ১৭:০৭

গ্রাহকদের অনাকাঙ্খিত কল ও খুদেবার্তা বন্ধে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম।

তানজিম আল ইসলাম ঢাকাটাইমসকে জানিয়েছেন, বেসরকারি সংস্থা ভয়েসের পক্ষে তিনি ডাকযোগে এই আইনি নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, দেশের টেলিকম অপারেটরগুলো এর গ্রাহকদের প্রতিনিয়ত বিভিন্ন অফারের নামে বিরক্তিরকর কল এবং এসএমএস দিচ্ছে। কিন্তু এ ধরনের বিরক্তিকর কল এবং এসএমএস নিয়ন্ত্রণে কার্যকর কোনো নীতিমালা নেই। বিটিআরসি ২০১৩ সালে এ সংক্রান্ত একটি নীতিমালা খসড়া করে রাখলেও তা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি।

নোটিশে আরো উল্লেখ করা হয়েছে, গ্রাহকদের অনুমতি ছাড়াই দিন-রাতের যেকোনো সময় এসব কল ও বার্তা আসছে। এতে করে গ্রাহকরা বিরক্ত হচ্ছেন। এসব কল ও বার্তা দেখতে গিয়ে তার মূল্যবান সময়ের অপচয় হচ্ছে। পাশাপাশি গ্রাহকদের গোপনীয়তা ও ব্যক্তিগত সুরক্ষা হুমকিতে পড়ছে।

এসব বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এ নিয়ে ঢাকাটাইমসকে আইনজীবী তানজিম আল ইসলাম বলেন, ভয়েসের পক্ষে আইনি নোটিশের মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে আগামী সাতদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :