চৌকিদারের মানবিকতা!

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৭, ১৭:৩৮

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমমে গত শুক্রবার রাতে ‘এক বিপদগ্রস্ত তরুণীর গল্প’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ পায়। ওইদিন রাত আটটায় দেলদুয়ার উপজেলার সদরের চরপাড়া মাস্টার বাজারে ১৮/২০ বছরের এক অজ্ঞাত তরুণী বসাছিল। কেউই তাকে চিনতে পারছে না। বিপদগ্রস্ত তরুণীকে নিরাপদ আশ্রয়ে দেয়া ও তার স্বজনদের নজর কাড়তে ঢাকাটাইমসে ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়।

প্রতিবেদন তৈরির আগে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদত হোসেন কবিরকে বিষয়টি জানানো হয়। তিনি নাটোরে থাকার পরও মুঠোফোনে তাৎক্ষণিক দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরের টাঙ্গাইলের ডিডিসহ অনেকের সাথে এ নিয়ে কথা বলেন।

এ ধরনের অজ্ঞাত তরুণীর পাশে দাঁড়াতে প্রথমে অনেকেই অনীহা প্রকাশ করেন। কিন্তু প্রতিনিয়ত ঢাকাটাইমসের যোগাযোগ ও জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তার পদক্ষেপে সবার মানবিকতা এখন ওই তরুণীর দিকে। উপজেলা প্রশাসন থেকে শুরু করে সিএনজি অটোরিকশাচালক পর্যন্ত সবার মানবতায় অজ্ঞাত ওই তরুণীর জায়গা হয়েছে গাজীপুরের পুবাইল আশ্রয়কেন্দ্রে। সবচেয়ে নজর কেড়েছে চৌকিদারের মানবিকতা।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাটোর থেকে এসে আবার গাজীপুরে একটি প্রশিক্ষণে থাকায় শনিবার দেলদুয়ার সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বাবলুকে প্রাথমিকভাবে তরুণীটিকে আশ্রয়ের দায়িত্ব দেন।

দেলদুয়ার সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বাবলু ঢাকায় থাকায় তিনি তার পরিষদের রুবেল নামে এক চৌকিদারকে দায়িত্ব দেন মেয়েটি দেখাশোনার। চৌকিদার রুবেল স্থানীয় সিএনজি অটোরিকশাচালক শাহিনুর মিয়াকে নিয়ে তরুণীটিকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে আশ্রয় দেন। শুক্রবার ওই বাজারে মেয়েটিকে দেখে কেউ হাসছে, কেউ হাসাচ্ছে। কেউ ভাবছে। কেউ ভাবিয়ে তুলছে। তরুণীর নাম জিজ্ঞেস করলে বলছে, বাড়িতে যামু। আবার বলছে বাবা নাই, মা নাই যামু কনে? এই হাসি। এই নীরব। আবার বলছিল- সবাইরে কইয়া দিমু।

এই তরুণীটিকে শারীরিক ও মানসিক শাস্তি দেয়ার অভিযোগ শুনে পুরো রাত পাহারা দেয় রুবেল ও খুশি মোহন নামে দুই চৌকিদার।

রবিবার সকাল সাড়ে নয়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই মেয়েটিকে টাঙ্গাইল শিশু পরিবার বালিকাতে আশ্রয়ের জন্য নিয়ে গেলে ওখানেও বিড়ম্বনা। সাথে রইল সেই চৌকিদার আর সিএনজি অটোরিকশাচালক। এক মুহূর্তের জন্যও চৌকিদার খুশি মোহন সরতে পারছেন না। সাথে সিএনজিচালক শাহিনুর। শিশু পরিবার বালিকাতে আশ্রয়ের জন্য আনুসাঙ্গিক কাজের জন্য আদালতে। সেখানেও ওরা দুজন। কোর্ট পুলিশ বলে দিলেন, লোকাল থানায় জিডি সাপেক্ষে অনুমতি লাগবে। আদালতে মানুষের ভিড় দেখে মাটিতে শুয়ে পড়ল মেয়েটি।

ওখানেও অভিভাবকের দায়িত্ব নিলেন চৌকিদার। আবারে দেলদুয়ার থানায় আনা হল তরুণীটিকে। সাথে সেই চৌকিদার খুশি মোহন। দেলদুয়ার থেকে আবার নেয়া হলো। পরে আদালতের নির্দেশে তরুণীটিকে গাজীপুরের পুবাইল আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

দেলদুয়ার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোতালেব বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েটিকে প্রথমে টাঙ্গাইল শিশু পরিবার বালিকায় রাখার কথা থাকলেও আদালত তাকে গাজীপুরের পুবাইল আশ্রয়কেন্দ্রে

পাঠানোর নির্দেশ দেয়। রাতেই তাকে ওই আশ্রয়কেন্দ্রে পাঠানোর কথা রয়েছে।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবির জানান, এটা একটি মানবিক বিষয়। আমি দেলদুয়ারে থাকলে তরুণীটির আশ্রয় তাৎক্ষণিক নিতে পারতাম। তবে মুঠোফোনে সবার সাথে যোগাযোগ করে তাকে নিরাপদ আশ্রয়ে রেখেছিলাম। রবিবার মেয়েটিকে স্থায়ী একটি আশ্রয়ের ব্যবস্থা করতে টাঙ্গাইল নেয়া হলে আদালত মেয়েটিকে গাজীপুরের পুবাইল আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়। রাতেই ওই আশ্রয় কেন্দ্রে পাঠানো কথা রয়েছে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/আরকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :