নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা!

কনবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৭, ১৮:৩৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে অযোগ্য ও অবাঞ্চিত ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ লিখিত বক্তব্যে জানান, সোমবার দুপুরে শিক্ষক সমিতির সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের হেয়প্রতিপন্ন এবং অপমান করায় তারা শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা করেছেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক সঞ্জয় কুমার জানান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও দায়িত্ববান উপাচার্য অধ্যাপক এ এম এন শামসুর রহমানের দুর্নীতির প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর শিক্ষক সমিতির কোন জোরালো ভূমিকা দেখা যায়নি।

আন্দোলনকারী আরেক শিক্ষক রেজুয়ান শুভ্র জানান, শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তথা বাংলাদেশের শিক্ষক সমিতিকে অপমান করেছে- বিধায় আমরা শিক্ষক সমিতি থেকে বের হয়ে এসেছি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম জানান, কোন শিক্ষককে সম্মানহানি করা হয়নি। শিক্ষক সমিতি মঙ্গলবার দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেছে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :