আশুলিয়ায় আবারো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৭, ১৮:৪০

ঢাকার আশুলিয়ায় প্রায় চার কিলোমিটার এলাকার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, রাইজার ও চুলা।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার মধুপুর এলাকায় অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়।

সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) সিদ্দিকুর রহমান জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানে এই এলাকার প্রায় সাড়ে তিন হাজার আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্নমানের এক, দেড় ও তিন ইঞ্চি ব্যাসের পাইপ। এছাড়া বেশকিছু রাইজার ও চুলা জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, অবৈধ উপায়ে গ্যাস সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে থানায় মামলা করা হচ্ছে। এ ব্যাপারে অসাধু যেই হোক তার বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত সাভারে তিতাসের অভিযানে প্রায় ১ লাখ ৬০ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলো। আর সাভারে বৈধ আবাসিক গ্যাস সংযোগ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫০ হাজার।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/আইআই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :