নাটোরে গৃহবধূর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৭, ১৯:১৬

নাটোরের বাগাতিপাড়ায় ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে শিলা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার রাতে উপজেলার মাধববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিলা ওই গ্রামের আলাম উদ্দিনের মেয়ে এবং বড় পুকুরিয়া গ্রামের আজগর আলীর ছেলে সজিবের স্ত্রী।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শিলা বেগম রবিবার রাতের কোন এক সময় পরিবারের সদস্যদের অলক্ষ্যে ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খায়। রাত ১২টার দিকে পরিবারের লোকজন জানতে পেরে নাটোর আধুনিক হাসপাতালে নেয়ার পথে শিলা বেগম মারা যান। পরে খবর পেয়ে সোমবার পুলিশ তার বাবার বাড়ি থেকে নিহত শিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠায়।

এদিকে কিছুদিন পুর্বে বড় পুকুরিয়া গ্রামের আজগর আলীর ছেলে সজিবের সাথে বিয়ের বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার উপ-পরিদর্শক লেবু মিয়া জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নাটোরে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :