শেরপুরে বিদ্যুৎ মামলায় জেলা পরিষদ সদস্য কারাগারে

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৭, ২১:১০

বিদ্যুৎ বিভাগ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে লাঞ্ছিত করার অভিযোগে শেরপুর জেলা পরিষদের এক সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম হাফিজুর রহমান খোকন। তিনি ৯নং ওয়ার্ড (নালিতাবাড়ী) সদস্য বলে জানা গেছে।

আজ বিকেলে ময়মনসিংহ বিদ্যুত আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবিনা পারভিন এ আদেশ দেন।

সূত্র জানায়, নালিতাবাড়ীর শহরতলী গ্রাম কালিনগরে আব্দুল মজিদের মালিকানাধীন রাইছমিল, সেচ পাম্প ও বসতবাড়ি মিলে যথাক্রমে ৭৪ হাজার, ৬৮ হাজার ও ৫৪ হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া ছিল। ময়মনসিংহ বিদ্যুত আদালত নালিতাবাড়ী উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার বিকেলে আব্দুল মজিদের মালিকানাধীন পিডিবি’র সংযোগকৃত ওই তিনটি বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবিনা পারভিন ও সঙ্গে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গালাগাল করে এবং বেঁধে রাখার হুমকি দেন আব্দুল মজিদের ছেলে ও জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান খোকন। এতে ভ্রাম্যমাণ আদালত বিদ্যুৎ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আগামী ২৯ অক্টোবর পরবর্তী শুনানি পর্যন্ত অন্তঃবর্তীকালীন আটকাদেশ প্রদান করেন। পরে তাকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।

নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :