রাবিতে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সতর্কতা

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৭, ২১:২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রসহ সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। থাকছে ভ্রাম্যমাণ আদালতও। সোমবার সাংবাদিকদের বিষয়টি জানান প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।

অধ্যাপক লুৎফর রহমান জানান, জালিয়াতি চক্রের সাথে জড়িতদের তাৎক্ষণিক কঠিন শাস্তি প্রদানের জন্য থাকবে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিগত ভর্তি পরীক্ষার সময় একটি করে পুলিশ কন্ট্রোলরুম থাকলেও, এবার তিনটি কন্ট্রোলরুম করা হচ্ছে।

এদিকে পরীক্ষার দিনগুলোতে ক্যাম্পাসে যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য কোন স্বেচ্ছাসেবী সংগঠনের বুথ বসানোর অনুমতি দেয়া হচ্ছে না। তবে ভর্তিচ্ছুদের সহযোগিতার জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত হেল্প ডেস্কের ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।

আগামী ২২ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা। এবার ভর্তি পরীক্ষায় কোটাসহ চার হাজার ৬৩২টি আসনের বিপরীতে ৩ লাখ ১৬ হাজার ১২০ জন শিক্ষার্থী আবেদন করেছে এই বিদ্যাপিঠে ভর্তি হতে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :