স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কবরের প্রিমিয়ার শো অনুষ্ঠিত

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৭, ২১:৪০

শেখ সাইফ, ঢাকাটাইমস

অনুষ্ঠিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবরে’র প্রিমিয়ার শো। পল্লী কবি জসীম উদ্দিনের ‘কবর’ কবিতা অবলম্বনে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’। ১৭ মিনিটের এ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ।

সোমবার বিকেলে রাজধানীর সেভেনহিল রোস্তোরাঁয় কবর চলচ্চিত্রের প্রিমিয়ার শোর আয়োজন করা হয়।

স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটির ব্যাপারে পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘ছোট বেলায় যখন কবর কবিতাটি পড়েছি তখন ছিলো আমাদের লাল-নীল জীবন। সে সময় যারা কবিতাটি পড়েছেন তারা কবিতাটি অনুধাবন করতে পেরেছেন। সেই দৃষ্টিভঙ্গিটিই মূলত আমি সেলুলয়েড পর্দায় দেখানোর চেষ্টা করেছি।’

চরিত্রায়ণ নিয়ে পরিচালক বলেন, ‘গল্পের প্রয়োজনে পুত্রবধূ চরিত্রে চিত্রনায়িকা চম্পা ও শাশুড়ি চরিত্রে কাজি নওশাবাকে নিয়েছি।’

ছবিতে দেখানো হবে, কবিতায় থাকা দাদীর খুব ছোট বেলায় বিয়ে হয়েছিল। সে অনেক ছোট থাকতে সংসারে এসেছেন।

নির্মাতা বলেন, সাহিত্য হচ্ছে আমাদের চেনা গল্প। আমরা পড়েছি, জেনেছি আমাদের মতো করে। কাটপেস্ট না করে আমাদের সাহিত্য থেকে নিয়ে অনেক কাজ করা যায়।’

‘কবর’ চলচ্চিত্রে চারটি চরিত্রকে ফুটিয়ে তুলেছেন উল্লেখ করে পরিচালক বলেন, এটি কয়েকটি ফেস্টিভ্যালে যাবে। আমরা কয়েকটি আমন্ত্রণ পেয়েছি। এছাড়া কয়েকটি স্কুলে দেখানোর জন্য আমন্ত্রণ পেয়েছি। স্কুলগুলোতে দেখানো হবে। সরকার যদি ইচ্ছা করে এটি পাঠ্যসূচিতে নিতে পারে। এখন তো সব স্কুলে প্রোজেক্টরের মাধ্যমে পড়াশুনা করানো হয়। এটি নিয়ে দেখানোর ব্যবস্থা করলে সেটি ভালো হতে পারে আসা করি।

উৎসবে প্রদর্শনের পর এটি অনলাইনে ছেড়ে দেয়া হবে বলেও জানান পরিচালক।

‘কবর’ চলচিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, চম্পা, মাহিবী জাহান, কাজী নওশাবা, শিমুল খান, সাদিয়া ইসলাম, সুমি কাওসার, মুহিব, প্রণব ঘোষ প্রমুখ।

পূণ্য ফিল্মস প্রযোজিত ‘কবর’ চলচ্চিত্রের স্ক্রিপ্ট করেছেন ফেরারী ফরহাদ। ভোকাল দিয়েছেন দীপক সুমন। গানের কথা ও সুর করেছেন বিজয় সরকার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়িকা সিমলা, পূণ্য ফিল্মসের সত্ত্বাধিকারী সাদিয়া মজুমদারসহ আরো অনেকে।   

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এসএস/ইএস)