রোহিঙ্গা ঠেকাতে ফেনীতে মহাসড়কে চেকপোস্ট

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৭, ২২:০৩

মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে ফেনী শহরতলীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক রাস্তার মাথা সংলগ্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এ ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরা কক্সবাজার-চট্টগ্রাম থেকে ঢাকামুখী গাড়ি তল্লাশি করছেন।

পুলিশ সূত্র জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় রোহিঙ্গা ছড়িয়ে পড়তে না পারে সেজন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক রাস্তার মাথায় ক্যাম্প স্থাপন করা হয়েছে।

সোমবার বিকালে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার ক্যাম্পটি পরিদর্শন করেন। তিনি নিজেই ঢাকাগামী কয়েকটি যাত্রীবাহী তল্লাশি করেন এবং যাত্রীদের সাথে কথা বলে খোঁজখবর নেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক, গোয়েন্দা পুলিশের ওসি আহম্মেদ নাসির উদ্দিন মোহাম্মদ, ডিআইও ওয়ান মো. শাহীনুজ্জামান, ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, দেশের বিভিন্ন জেলায় রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে এ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ফেনী মডেল থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে প্রতিদিন তিনটি টিম দায়িত্ব পালন করবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :