দিনাজপুরে ট্রাকচাপায় দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ০০:০২
প্রতীকী ছবি

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- মোটরসাইকেল আরোহী শাহীনুর ইসলাম (৩০) ও গ্রাম পুলিশ মমিনুল ইসলাম (৪৩)।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় বীরগঞ্জ পৌর এলাকার সাধনা হোটেলের সামনে ট্রাক চাপায় মারা যান শাহীনুর ইসলাম।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় জনতা।

নিহত মোটরসাইকেল আরোহী শাহীনুর ইসলাম বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাঁচারগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টায় শাহীনুর ইসলাম মোটরসাইকেলযোগে বাজার থেকে সড়কে উঠছিলেন। এ সময় দিনাজপুর থেকে ঠাকুরগাঁওগামী একটি ট্রাক তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন শাহীনুর ইসলাম। বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে সোমবার দুপুরে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাদিয়াপাড়া শাহী হিমাগারের সামনে ট্রাকের চাপায় মমিনুল ইসলাম (৪৩) নামে এক গ্রাাম্য পুলিশ নিহত হয়।

নিহত মো. মমিনুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের সুন্দরপুর গ্রাামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে এবং সুন্দরবন ইউনিয়নের গ্রাম্য পুলিশ।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :