কুয়েতে আগুনে একই পরিবারের পাঁচ বাংলাদেশি নিহত

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৭, ০৮:৩১ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৭, ১২:০৯

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

কুয়েতের সালমিয়াতে পাঁচ তলা একটি ভবনে আগুন লেগে মা-ছেলে-মেয়েসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাদের বাড়ি মৌলভীবাজার জেলায়।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ মোবারক আল কবির হাসপাতালে রাখা হয়েছে।

জানা যায়, কুয়েতে একটি আবাসিক ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কমপ্রেসর বিস্ফোরণের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে ওই পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জের কান্দিগাঁও গ্রামের জুনেদ মিয়া স্ত্রী ও চার সন্তান নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে কুয়েতে বাস করছেন। ঘটনার সময়ে জুনায়েদ মিয়া বাসার বাইরে ছিলেন।

নিহতরা হলেন- জুনেদ আহমদের স্ত্রী রোকেয়া বেগম (৫০), মেয়ে জামিলা বেগম (১৪), নাবিলা (৬), ছেলে ইমাদ (১০) ও ফাহাদ (৫)। তাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকায়।

জানা গেছে, দুপুরের দিকে পাঁচতলা ওই ভবনটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে নয়জনকে উদ্ধার করে মোবারক আল কবির হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথেই পাঁচজনের মৃত্যু হয়।

কুয়েত সিলেট বিভাগীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় কুয়েত টাইমস পত্রিকার সূত্রে জানা যায়, ভবনের চার তলা থেকে আগুনের সূত্রপাত। সেই আগুন ছড়িয়ে পড়ে পাঁচ তলা পর্যন্ত। এছাড়াও নিহতদের কাছে সহায়তাকারী দলের পৌঁছাতে বেশ বিলম্ব হয়েছিল।

এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

ঢাকাটাইমস/১৭আগস্ট/প্রতিনিধি/এমআর/জেএস