হারানো আইফোন খুঁজে পাওয়ার সহজ উপায়

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ১০:৩৮

আপনার সাধের আইফোনটি হারিয়ে গেছে? কী কারবেন এখন? নিশ্চয়ই তন্নতন্ন করে খুঁজবেন সেটি। কিন্তু আপনি যদি জানেন আইফোন খুঁজে পাওয়ার মোক্ষম উপায় তবে চিন্তা কিছুটা কমবে বৈকি!জেনে নিন হারানোর আইফোন খুঁজে পাওয়ার সহজ উপায়।

'Find My iPhone' অপশনের মাধ্যমে যেকোন iPhone বা iPad এর লোকেশান জেনে ফেলা যায়।

এই অ্যাপটি iPad, iPhone, Apple Watch সহ সব iOS ডিভাইসে কাজ করে। আপনাকে নিজের ইমেল ও অ্যাপেল আইডি দিয়ে এই অ্যাপ সেট আপ করতে হবে। তারপর আপনার ফোন হারিয়ে গেলে যেকোন iOS ডিভাইস বা ম্যাক থেকে আপনার ফোনের সঠিক লোকেশন জেনে নিতে পারবেন।

স্টেপ ১। অন্য যে কোন iOS ডিভাইস থেকে Find My iPhone' অ্যাপে যান।

স্টেপ ২। অ্যাপটি ওপেন করে নিজের Apple ID আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

স্টেপ ৩। এবার আপনি ডিসপ্লেতে একটি কম্পাস চিহ্ন দেখতে পাবেন যেখানে বলবে আপনার iPhone খোঁজা হচ্ছে।

স্টেপ ৪। এরপর আপনার কাছে লোকেশন ব্যাবহারের অনুমতি চাইবে অ্যাপটি। সেটি অন করলে একটি ম্যাপে দেখাবে আপনার ফোনটি কোথায় রয়েছে।

স্টেপ ৫। এবার ম্যাপে হারিয়ে যাওয়া ফোনের লোকেশন ম্যাপে দেখে নিন।

স্টেপ ৬। এরপর আপনি যদি চান তবে আপনার হারিয়ে যাওয়া ফোনের সব ডাটা ডিলিট করে দিতে পারেন।

iCloud-এর সাহায্যে কিভাবে খুঁজে পাবেন আপনার iPhone স্টেপ ১। যেকোন কম্পিউটার থেকে iCloud.com-এ গিয়ে নিজের Apple ID আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

স্টেপ ২। এবার 'Find iPhone' এ ক্লিক করে অপেক্ষা করুন।

স্টেপ ৩। ম্যাপে একটি সবুজ বিন্দু দিয়ে বোঝানো হবে আপনার হারানো ফোনের লোকেশন।

স্টেপ ৪। এবার আপনি কম্পিউটার থেকে ফোনে আওয়াজ করতে পারবেন। আপনি যদি কাছাকাছি কোথাও ফোন হারিয়ে থাকেন তবে ওই আওয়াজেই খুঁজে পেয়ে যাবেন আপনার ফোন। এছাড়াও যদি আপনার ফোন চুরি হয়ে গিয়ে থাকে তবে ফোনের সব ডাটা ডিলিট করে ফেলতে পারবেন আপনি।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :