স্যামসাংয়ের নতুন ফোন

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৭, ১১:৫৮

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

ফিলিপাইনের বাজারে এলো স্যামসাংয়ের নতুন একটি ফোন। ফোনটির মডেল স্যামসাং গ্যালাক্সি জে সেভেন কোর। সাশ্রয়ী দামের এই ফোনটি গ্যালাক্সি জে সেভেন ২০১৭ এডিশনের নতুন ভার্সন। 

৪.৭ ইঞ্চির ডিসপ্লে। এতে অক্টোকোর ১.৬ গিগাহার্জের কর্টেক্স এ৫৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।এতে আছে এতে মালি টি৮৩০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহার করা হয়েছে।

স্যামসাংয়ের নতুন ফোনটির পুরুত্ব ১৫২.৪x৭৮.৬x৭.৬ মিলিমিটার। ওজন ১৭০ গ্রাম। 

কানেকটিভিটির জন্য ফোনটিতে আছে ইউএসবি ২.০ এবং ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট। এছাড়াও এতে আছে ব্লুটুথ ৪.১ কানেকটিভিটি, ওয়াইফাই।

ফোনটিতে জিপিএস, গ্লোনাস এবং বেইদু লোকেশন সার্ভিস রয়েছে। এই ফোনটি স্যামসাংয়ের গিয়ার ডিভাইস সমর্থন করে। 

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এজেড)