আফগানিস্তানে ন্যাটো বিরোধী অভিযানে অর্থ দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ১২:২৯

আফগানিস্তানে ন্যাটোর বিরুদ্ধে পাল্টা অভিযান চালিয়ে যাওয়ার জন্য জঙ্গিগোষ্ঠী তালেবানদের হাতে প্রতিমাসে অর্থ তুলে দিচ্ছে রাশিয়া। তালেবানের বড় বড় নেতাদের কাছে সরাসরি চলে যাচ্ছে সেই অর্থ। সেই অর্থেই এখনও পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার রসদ পাচ্ছে আফগানিস্তানের এই জঙ্গি সংগঠনটি।

দ্যা টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিমাসে রাশিয়া থেকে উজবেকিস্তান সীমান্ত হয়ে জ্বালানি তেল ভর্তি ট্যাঙ্কার আফগানিস্তানে আসছে। তালেবানদের হয়ে কাজ করে, এমন প্রতিষ্ঠানগুলোর কাছে পৌঁছে যাচ্ছে সেই তেল। সরাসরি বাজারে তা বিক্রি করে প্রতিমাসে অর্জিত হচ্ছে নগদ আড়াই মিলিয়ন ডলার।

তালেবান কোষাধ্যক্ষের উদ্ধৃতি দিয়ে টাইমস জানিয়েছে, 'রাশিয়া থেকে আসা জ্বালানি তেল আমরা বাজারে বেচে দিই। সেখান থেকে যে অর্থ ওঠে তা সরাসরি তালেবান কমান্ডারদের হাতে চলে যায়। আমি শুধুমাত্র একটা সেক্টরের তালিবান কম্যান্ডারদের অ্যাকাউন্টে অর্থ পৌঁছে দিই। আমার মতোই গোটা আফগানিস্তানে আরও কয়েকজন কাজ করছে।'

তবে ওই কোষাধ্যক্ষ মনে করেন, রাশিয়ার অর্থে তারা বিশেষ কিছু করছে না। কিন্তু জিহাদ চালিয়ে যাওয়ার জন্য এই অর্থটা জরুরি।

তার দাবি অনুযায়ী, বিগত ১৮ মাস ধরে জ্বালানি তেল পাঠাচ্ছে রাশিয়া।

শুধু ন্যাটো বিরোধী পাল্টা লড়াই নয়, একইসঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএস এবং আফগান সরকারের বিরুদ্ধে তালেবানরা যাতে লড়াই চালিয়ে যেতে সক্ষম হয়, সেই লক্ষ্যেও এই অর্থ জোগানো হচ্ছে।

সাম্প্রতিক অতীতে আফগানিস্তানে তাবানদের বাড়বাড়ন্তে মস্কোর মদত থাকার কথা একাধিকবার বলেছে ওয়াশিংটন। কিন্তু এই প্রথমবার তালেবানরা প্রকাশ্যে রাশিয়ার অর্থ সাহায্য পাওয়ার কথা স্বীকার করল।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :