স্যামসাংয়ের স্মার্ট ট্রেকার

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ১৩:৪৬

এই প্রথম স্মার্ট ট্রেকার আনলো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এই ট্রেকারটির বিশেষত্ব হচ্ছে এর ব্যাটারির লাইফ। একবার চার্জে এটি সাতদিন পর্যন্ত কাজ করবে। এটি মূলত একটি আইওটি ডিভাইস।

স্যামসাং এই ডিভাসটির নাম দিয়েছে কানেক্ট ট্যাগ। যেকোনো গ্যাজেটের সঙ্গে এটি ট্যাগ করে রাখা যাবে।

এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ন্যারোব্যান্ড নেটওয়ার্ক টেকনোলজি। আইওটি ডিভাইসের সঙ্গে এটি ওয়াইফাই এবং জিপিএসের মাধ্যমে সংযুক্ত থাকবে।

কানেক্ট ট্যাগের পুরুত্ব ৪.২১ বাই ১.১৯ সেন্টিমিটার। এটি আইপি৬৮ সনদপ্রাপ্ত। অর্থাৎ এটি পানি ও ধুলোরোধী।

ডিভাইসটি জিও-ফেঞ্চ সমর্থন করে। এটি আপনার শিশুর গলায় ঝুলিয়ে রাখা অবস্থায় সে ঘর থেকে বের হয়ে গেলে সংকেত দেবে। একইভা পোষা প্রাণির গায়ে ঝুলিয়ে রেখে এটাকে নজরদারীতে রাখা যাবে।

ডিভাইসটির মূল্য সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। তবে শিগগিরই এটি কোরিয়র বাজারে পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা