সিলেটে ছাত্রলীগ কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

ব্যুরো প্রধান, সিলেট
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ১৩:৫০

সিলেটে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে নিহত ছাত্রলীগ কর্মী ওমর মিয়াদের ময়নাতদন্ত শেষ হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে তার মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।

দুপুর সাড়ে ১২টায় মিয়াদ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিছিলটি শেষ হয়ে চৌহাট্টা গিয়ে শেষ হয়। এসময় সেখানে আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগ কর্মীরা।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানান, মিয়াদের মরদেহ সিলেট থেকে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে নিয়ে যাওয়া হবে। সেখানেই জানাজা শেষে দাফন করা হবে।

এদিকে ওমর মিয়াদ হত্যার ঘটনায় এখনো কোন মামলা হয়নি। গতকাল (সোমবার) আটক হওয়া ফখরুল ইসলাম ছাড়া নতুন করে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ওসি বলেন, মিয়াদ হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, সোমবার বিকালে নগরীর টিলাগড়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে অতর্কিত হামলায় ছুরিকাঘাতে শিকার হন ওমর মিয়াদ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তার।

এ ঘটনায় আহত হয়েছেন নাসিম আরো এক ছাত্রলীগ কর্মী।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :