আইনমন্ত্রীকে ‘অর্বাচীন’ বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৫:৪৮ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ১৫:১৯

আইনমন্ত্রী আনিসুল হককে ‘অর্বাচীন’ আখ্যা দিয়ে তার উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জাল-জালিয়াতির মাধ্যমে গোটা জাতির সঙ্গে ব্রেকমেইল করেছেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ‘গণতন্ত্র কোন পথে? ন্যায়বিচারের সর্বোচ্চ আদালত ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক আলোচনা সভাটি আয়োজন করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জাতীয় ঐক্য পরিষদ নামের বিএনপিপন্থী একটি সংগঠন।

আইনমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘আপনি নিজেই তো অর্বাচীনের দলে। আপনি জালিয়াতি করে জাল স্বাক্ষর করে, প্রধান বিচারপতিকে বিদেশ যেতে বাধ্য করেছেন। আবার এখন বলছেন আপনি সত্যবাদী। জনগণের অন্তরে আপনি যে মিথ্যাবাদী, তা বুঝতে পারছেন না?’

সরকারের গণতান্ত্রিকতা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘মানুষের শেষ আশ্রয়স্থল যে প্রতিষ্ঠান, সেই সর্বোচ্চ আদালতে সরকার নগ্ন হস্তক্ষেপ করেছে। আইনমন্ত্রী গোটা জাতির সঙ্গে ব্ল্যাকমেইল করেছেন। তারপরও বলতে হবে যে তারা গণতান্ত্রিক।’

রাজপথ থেকে গণতন্ত্র এখন গলিপথ দিয়ে নির্দিষ্ট কিছু জায়গায় ধাবিত হচ্ছে বলে উল্লেখ করেন বিএনপির যুগ্ম মহাসচিব। তিনি বলেন, ‘গণতন্ত্র এখন সচিবালয়ের পথে, বেইলি রোডের পথে, পঁচাত্তরের বাকশালের পথে। বিএনপি সভা-সমাবেশ মিছিল করতে পারবে না, তারপরও আওয়ামী লীগকে গণতান্ত্রিক বলতে হবে। এর ব্যত্যয় হলেই খুন গুম অত্যাচারের শিকার হতে হবে।’

রিজভী বলেন, ‘দেশের কোথাও কোনো স্বস্তি নেই। আওয়ামী লীগ যা বলবে সেটাই সত্য- এটা না মানলে আপনি খুন হবেন, আপনি গুম হবেন, আপনাকে আর পাওয়া যাবে না। আপনার মায়ের কোল খালি হবে। এমন পর্যায়ে পৌঁছে গেছে ক্ষমতাসীনদের অত্যাচার। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হবে। না হলে ভয়ংকর নৈরাজ্যের অমানিশায় পতিত হবে জাতি।’

দেশে এখন অঘোষিত নিষেধাজ্ঞা চলছে বলে দাবি করেন বিএনপির এই মুখপাত্র। তার ভাষ্য, ‘বিরোধী দলের কথা বলার এখন আর কোনো জায়গা নেই। বিএনপিকে সভা-সমাবেশ, মিছিল করতে দেওয়া হচ্ছে না। জনগণের শক্তি যাতে রাজপথে না আসতে পারে তার জন্য সরকারের এত বাধা।’ এর থেকে পরিত্রাণের জন্য বিএনপিকে সুসংগঠিত হয়ে আন্দোলন করা ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘গণতন্ত্র এখন জায়গায় জায়গায় রাখা আছে। গণতন্ত্র আওয়ামী লীগ এখন আর চর্চা করে না। দেশে আইন আছে কিন্তু আইনের শাসন নেই।’

আলাল বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালতের বস্ত্র হরণ করা হয়েছে। যে প্রতিষ্ঠানটি মানুষের শেষ আশ্রয় ছিল, সেখানেও নগ্ন হস্তক্ষেপ করেছে সরকার।’

আয়োজক সংগঠনের সভাপতি সালাহ উদ্দীন খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমতুল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/জিএম/বিইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :