মিলার মামলায় শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে সমন

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমিস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ১৫:৩৫

কণ্ঠশিল্পী মিলা ইসলামের করা মানহানির মামলায় তার শাশুড়ি আফরোজা নাসিরসহ তিনজনকে আদালতে হাজির হতে সমন জারি হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী এই আদেশ দেন।

এর আগে সকালে মিলা মামলাটি করলে বিচারক জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন।

সমন জারি হওয়া মামলার অপর দুই আসামি হলেন, মিলার দেবর এসএম রহমান ও দেবরের বউ আফরোজা রহমান লাভনী।

মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে গত ৭, ৯ ও ১০ অক্টোবর bd24live অনলাইনে বাদিনীকে নিয়ে বিভিন্ন মানহানিকার সংবাদ প্রকাশ করেছেন। যাতে তার সুনাম ক্ষুণ্ন হয়।

উল্লেখ্য, এর আগে মিলা গত ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। মামলার পরই সানজারিকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে ওই মামলায় তিনি কারাগারে আছেন।

স্বামীর বিরুদ্ধে মিলার করা মামলায় বলা হয়, বিয়ের পর কয়েকবার মিলাকে মারধর করে তার স্বামী। সর্বশেষ গত ৩ অক্টোবর তাকে মারধর করা হয়। এর আগে তার স্বামী পাঁচ লাখ টাকা যৌতুক নিয়েছিলেন। পরে আরও দশ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে তার স্বামী মিলাকে মারধর করেছেন।

একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক করার পর ১২ মে তারা বিয়ে করেন।

ঢাকাটাইমস/১৭অক্টোবর/আরজে/এমআর

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :