ইবিতে রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ১৬:১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন করেছে শাখা ছাত্রমৈত্রী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় র‌্যালি ও সমাবেশ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর দলীয় টেন্ট থেকে একটি র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ইবি শাখা ছাত্রমৈত্রীর আহ্বায়ক মোরশেদ হাবিব, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, কুষ্টিয়া জেলা শাখা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইশতিয়াক খান শশী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাকিব সায়েম।

সমাবেশে বাংলাদেশ ছাত্রমৈত্রী ইবি শাখার আহ্ববায়ক মোরশেদ হাবিব বলেন, যুগে যুগে শ্রমিকশ্রেণি বঞ্চিত হয়ে আসছে, তাদের অধিকার বলতে শুধু ভোট দেয়া। ভোট শেষে তাদের আবার ছুড়ে ফেলা হয়। আমরা চাই শ্রমিককে তার ন্যায্য অধিকার প্রদান করা হোক।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :