বাল্যবিয়ে: পুলিশ আসার খবরে বরের পলায়ন

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৭, ১৬:২০

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে ঠেকিয়ে দিয়েছেন যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল।

সোমবার রাত ১১টায় উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাল্যবিয়ে হতে যাওয়া ওই ছাত্রীর নাম সাথী আক্তার। সে স্থানীয় মুনিরিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ও দৌলতপুর গ্রামের শামছুদ্দিনের মেয়ে। তার সাথে চরআলগী গ্রামের শামছুল হকের ছেলে সুমন মিয়ার বিয়ে ঠিক হয়। কনে পক্ষ সে অনুযায়ী বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করেন। প্রতিবেশীরা বিষয়টি স্থানীয় যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েলকে জানালে তিনি দ্রুত উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করেন।

এ সময় ইউপি চেয়ারম্যানের উপস্থিতি ও গফরগাঁও থানা থেকে পুলিশ আসার খবর পেয়ে বরপক্ষ পালিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল বলেন, বধূ বেশে মেয়েটি আমাকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে কাঁদতে জানায় সে লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হতে চায়। আর সমাজ থেকে বাল্যবিয়ে বন্ধ করা আমরা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)