ঐতিহ্যবাহী শ্মশান দিপালী উৎসব শুরু বুধবার

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ১৭:০৮

বরিশালে বুধবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী শ্মশান দিপালী উৎসব। উপমহাদেশের সর্ববৃহৎ এই শ্মশানে প্রতিবছরের ন্যায় এ বছরও বেশ বড় আয়োজনে পালিত হবে দিপালী উৎসব। যে লক্ষ্যে প্রায় সকল ধরনের প্রস্তুতি শেষ করেছে আয়োজক কমিটি।

বরিশাল মহাশ্মশান রক্ষা সমিতির সভাপতি মানিক মুখার্জী (কুডু) বলেন, ‘ভূত চতুর্দ্দশীর পূন্য তিথিতে প্রতি বছরের ন্যায় এ বছরেও আয়োজন করা হয়েছে দিপালী উৎসবের। প্রায় পৌনে দুইশ বছরের পুরনো এই শ্মশানে চলছে ধোয়া মোছার শেষ কাজ। প্রিয়জনের সমাধি পরিষ্কার করায় ব্যস্ত সবাই এখন। প্রতিবছরেই এই দিনে ভারত, নেপালসহ উপমহাদেশ এবং বাইরের অনেক দেশ থেকে প্রচুর লোকের সমাগম হয় এখানে। প্রিয়জনের সমাধিতে মোমবাতি প্রজ্বলন করাই এর একমাত্র উদ্দেশ্যে। শুধু তাই নয়, মৃত ব্যক্তির সমাধিতে দেয়া হয় তার প্রিয় খাবার ও পছন্দের সামগ্রীও। সাজানো হয় ফুল দিয়ে সমাধি প্রাঙ্গণ।’

তিনি বলেন, ‘মঙ্গলবার রাত থেকে বুধবার রাত ১২টা ২মিনিট পর্যন্ত শ্মশান দিপালী উৎসব পালিত হবে। এখানে আগত লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তার জন্য শ্মশানের পক্ষ থেকে সিসি ক্যামেরার ব্যবস্থাসহ নেয়া হয়েছে নানান ব্যবস্থা। আইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি থাকবে স্বেচ্ছাসেবকদের একাধিক টিম।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সহকারী কমিশনার শাহনাজ পারভীন বলেন, ‘এশিয়া মহাদেশের মধ্যে এটা বৃহৎ উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দেয়ার আমরা চেষ্টার করব।’

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/টিটি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :