কক্সবাজারে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ পরিত্যক্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ১৭:৩৩

কক্সবাজারে আজ বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম একাডেমি গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ অক্টোবর।

আজকের ম্যাচে প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড ‘এ’ দল। তারা ৪৯.১ ওভারে ২২৯ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে টেরি ৬৫, ব্যারি ৩৯ ও ম্যাকব্রাইন ৩৭ রান করেন। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে আবু হায়দার রনি ২টি, আবুল হাসান ২টি ও শুভাশিস রায় ২টি করে উইকেট নেন।

পরে বাংলাদেশ ‘এ’ দল ব্যাট করতে নেমে ১৪ ওভারে তিন উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। দলের পক্ষে জাকির হাসান ৩৫ রান করে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ড ‘এ’ দলের পক্ষে ম্যাকার্থি ২টি ও মাল্ডার ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ম্যাচ পরিত্যক্ত

আয়ারল্যান্ড ইনিংস: ২২৯ (৪৯.১ ওভার)

(টেরি ৬৫, ব্যারি ৩৯, ম্যাকব্রাইন ৩৭; আবু হায়দার ২/৪০, আবুল হাসান ২/৪০, শুভাশিস রায় ২/৪৮)।

বাংলাদেশ ইনিংস: ৭৫/৩ (১৪ ওভার)

(জাকির হাসান ৩৫*, সাদমান ১৬, তানভীর ১০*; ম্যাকার্থি ২/২৩, মাল্ডার ১/১৩)।

(ঢাকাটাইমস/১৭ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :