মুন্সীগঞ্জে জমি অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৭, ১৭:৫৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ত্রি-ফসলা জমি অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। পরে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেন তারা।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন গ্রামবাসী।

সরকারি অর্থায়নে রুরাল পাওয়ার কোম্পানি ৩৫০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র গজারিয়ার ষোলআনী ও দৌলতপুর মৌজায় ৩১৪ একর জমির ওপর নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। রসুলপুর-ভবেরচর সড়কে ষোলআনি, দৌলতপুর, ইমামপুর গ্রামের পাঁচ শতাধিক মানুষ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভরত গ্রামবাসীরা জানান, বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পোড়ানোর ফলে নির্গত ছাই যার ভেতরে পারদ, মার্কারি, লেড, ক্রোমিয়াম, আর্সেনিক ইত্যাদি পদার্থ রয়েছে তা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি বছর ১৫ থেকে ২০ লাখ টন ছাই নির্গত হবে। এই বিষাক্ত ছাই দিয়ে তিন ফসলি জমি ভরাট করা হবে। এর প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম, শ্বাসকষ্ট, দৃষ্টি প্রতিবন্ধী, ক্যান্সার, চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হবে। আশপাশের সব ধরনের নদী, খাল, বিল মাছশূন্য হয়ে পড়বে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়াতুল ইসলাম ভূঁইয়া জানান, গ্রামবাসীরা স্মারকলিপি দিয়েছেন।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/ ইএস)