৩৬তম বিসিএসে ২৩২৩ জনকে নিয়োগের সুপারিশ

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৭, ১৭:৫৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৭, ১৯:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

৩৬তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। মঙ্গলবার বিকালে প্রকাশিত এ ফলাফলে দুই হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

পাঁচ হাজার ৯৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ৬৩১ জন। ক্যাডারের বাইরে উত্তীর্ণ তিন হাজার ৩০৮ জন পরীক্ষার্থীর মধ্যে নন-ক্যাডার হিসেবে পরবর্তী সময়ে সুপারিশ করা হবে।

মৌখিক পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৩৯ জন। আর অকৃতকার্য হয়েছেন ২১১ জন। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ঢাকাটাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান বলেন, দুই হাজার ৩২৩ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৯২ জন, পুলিশে ১১৭ জন, ট্যাক্সে ৪২ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, স্বাস্থ্যে ১৮৭ জন, কৃষিতে ৩২২ জন, বিভিন্ন শিক্ষা ক্যাডারে ৯৯৬ জনসহ অন্যান্য ক্যাডারে বাকিদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। এছাড়াও টেলিটকের মাধ্যমে PSC36 Registration Numnber লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে।

এর আগে মঙ্গলবার দুপুরে পিএসসির সভায় এ ফলাফল অনুমোদন করা হয়। ৩৬তম বিসিএস এর প্রার্থী সংখ্যা ছিল দুই লাখ ২১ হাজার ৩২৬ জন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার ৮৩০ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৫৯০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১২ মার্চ থেকে প্রতিদিন অনুষ্ঠিত হয়ে গত ৭ জুন শেষ হয়। বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

আগামী সপ্তাহে ৩৭তমের ফল

আগামী সপ্তাহে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে যাচ্ছে পিএসসি। ৩৭তম বিসিএস এর প্রার্থী সংখ্যা দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় আট হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন।

এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

নভেম্বরের প্রথমে ৩৮তম বিসিএসের প্রিলি

পিএসসির পরিকল্পনা অনুযায়ী ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে। দুই হাজার ২৪টি শূন্য পদে নিয়োগ দিতে ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি গত ২০ জুন প্রকাশ করা হয়। গত ১০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত চাকরিপ্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। মোট রেজিস্ট্রেশনকারী প্রার্থীর সংখ্যা তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন। এ যাবত বিসিএস পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক আবেদন এই ৩৮তম বিসিএসে পড়েছে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এমএম/জেবি)