সিলেটে যুবলীগ-পরিবহন শ্রমিক সংঘর্ষ, ধর্মঘটের ডাক

ব্যুরো প্রধান, সিলেট
| আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৯:০৬ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ১৮:৫২

সিলেটের দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি হোটেল দখল নিয়ে যুবলীগ ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শাহিনুর আহমদ শাহীনসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কদমতলি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ সংঘর্ষের জেরে বুধবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহবান করেছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল জানান, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের ইজারা নিয়ে পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ইজারাদার যুবলীগ নেতা মিসবাহ উদ্দিন তালুকদারের মধ্যে বিরোধ চলে আসছে।

টার্মিনালে অবস্থিত হোটেল তাজমহল দখলে রয়েছে পরিবহন শ্রমিকদের। দুপুরে ইজারাদাররা দখল বুঝে নিতে গেলে শ্রমিকদের সাথে সংঘর্ষ হয়।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, যুবলীগ নেতা মহসিন কামরান, শামীম আহমদের নেতৃত্বে কয়েকজন তাজমহল হোটেলে হামলা চালায় এসময় তারা শ্রমিকদের উপরও হামলা করে।

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ জানান, বাস টার্মিনাল ইজারার দখল বুঝে নিতে আমারা সেখানে গিয়েছিলাম। এসময় শ্রমিকরা অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রলীগ নেতা শাহীন গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :