মার্কিন সমর্থিত এসডিএফের দখলে রাকা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ২০:০৪

সিরিয়ায় ইসলামিক স্টেট(আইএস)’র স্বঘোষিত রাজধানী রাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন সমর্থিত কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস(এসডিএফ)। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি উগ্রপন্থী গোষ্ঠী এসডিএফ। এসডিএফ যোদ্ধারা সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধে সিরিয়ার সরকারকে সহযোগিতা করে না। এ গোষ্ঠী চার মাস আগে রাকা শহর মুক্ত করার অভিযান শুরু করে।

২০১৩ সালে আইএস সন্ত্রাসীরা সিরিয়ায় আকস্মিক আগ্রাসন চালিয়ে বিভিন্ন শহর দখল করে নেয় এবং রাকাকে তারা রাজধানী ঘোষণা করে।

এসডিএফ মুখপাত্র তালাল সেলো ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, ‘রাকায় সব কাজ শেষ এবং আমাদের বাহিনী রাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।’

তিনি জানান, ‘রাকা শহরে সামরিক অভিযান শেষ হয়েছে কিন্তু পরিচ্ছন্ন অভিযান চলছে। শহরের কোথাও গুপ্ত আস্তানা কিংবা মাইন পাতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি জানান, রাকা দখলের বিষয়ে শিগগিরি একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে।

এর আগে, এসডিএফ এবং মার্কিন বাহিনীর মধ্যে চুক্তি হয়েছিল যে, রাকা অভিযানের সময় আইএস সন্ত্রাসীদেরকে শহর থেকে নিরাপদে দেইর আল-জাওর দিকে চলে যেতে দিতে হবে। এসডিএফ দাবি করেছে, ওই চুক্তি সত্ত্বেও রাকা শহরে আইএসকে মোকাবেলা করতে হয়েছে।

এদিকে, দেইর আল-জাওর শহরের শতকরা ৮০ ভাগ মুক্ত করে ফেলেছে সরকারি বাহিনী। দীর্ঘদিন ধরে শহরটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের নিয়ন্ত্রণে ছিল।

গতকাল কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দেইর আল-জাওর শহরের শতকরা ৮১ ভাগ নিয়ন্ত্রণ করছে সরকারি সেনারা। ২০১৪ সালে আইএস এ শহর দখল করেছিল।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

যে কারণে ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ, ২৮ কর্মীকে বরখাস্ত করলো গুগল

আমিরাতে বৃষ্টিপাত অব্যাহত, দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা

ভারতে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু শুক্রবার

ইরানের হাতে রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

মধ্যপ্রাচ্যে বৈরী আবহাওয়া: আকস্মিক বন্যার পেছনে আছে কৃত্রিম বৃষ্টিপাতেরও ভূমিকা

তিন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর, পাল্টা হামলা হিজবুল্লার

শিগগির পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

এই বিভাগের সব খবর

শিরোনাম :