স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’: পুনঃময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ২০:৩৮

স্কুলশিক্ষার্থী সোনিয়া আত্মহত্যার সাতদিন পর মামলার সুষ্ঠু তদন্তের জন্য আদালতের নির্দেশে কবর হতে উত্তোলন করা হয়েছে লাশ। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেনের নেতৃত্বে কালারামজোত কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। সোনিয়ার আত্মহত্যার পর থানায় তাৎক্ষণিক ইউডি মামলা করে লাশ ময়নাতদন্ত করা হলেও ১৪ অক্টোবর মামলার পর আসামিদের আত্মসমর্পণের পর আদালত তা পুনঃময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মডেল থানার ওসি সরেস চন্দ্র, মহিলা ভাইস-চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিসুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, ১০ অক্টোবর দুইজনের হাতে সম্ভ্রম হারানোর লজ্জায় ও ব্ল্যাকমেইলের হুমকি সইতে না পেরে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির এই মেধাবী শিক্ষার্থী ও পাথরশ্রমিকের কন্যা সোনিয়া আত্মহত্যা করে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :