সেপ্টেম্বরেও বেড়েছে মূল্যস্ফীতি

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৭, ২১:১৬

নিজস্ব প্রতিবদেক, ঢাকাটাইমস

চলতি অর্থবছরের (২০১৭-১৮) শুরু থেকেই মূল্যস্ফীতি বৃদ্ধির হার অব্যাহত রয়েছে। আর গত সেপ্টেম্বর শেষে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ১২ শতাংশ। যা গত অর্থবছর ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। বন্যা ও অতিবৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার একনেক সভাশেষে পরিকল্পনা কমিশনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী। এসময় পরিকল্পনা কমিশনের সচিবও উপস্থিত ছিলেন।

বিবিএসের তথ্যানুযায়ী, প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সাধারণ মূল্যস্ফীতির হার ৫.৮৬ শতাংশ। সেপ্টেম্বর মাসে গ্রামে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ২১ শতাংশ এবং শহরের ৫ দশমিক ৯৫ শতাংশ। চাল, শাকসবজি,  দুধ, মাংস, অন্যান্য খাদ্যসামগ্রীর দাম বেড়েছে। খাদ্য বহির্ভূত খাতে, পরিধেয় বস্ত্র, জ্বালানি ও আলো, বাড়িভাড়া, আসবাবপত্র, চিকিৎসা সেবা ও পরিবহন এবং শিক্ষা উপকরণের দাম বেড়েছে।

পরিকল্পনা মন্ত্রী এসময় আগামী মাস থেকে মূল্যস্ফীতি কমে যাবে বলে আশা প্রকাশ করে বলেন, যেভাবে বন্যা হয়েছিল অনেকে আশঙ্কা করেছিল মূল্যস্ফীতি মনে হয় আরও বেড়ে যাবে। কিন্তু যেটা হয়নি।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/জেআর/জেবি)