দুর্নীতির অভিযোগে জরিপ অফিসের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৭, ২১:৩৫

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্নীতির অভিযোগে ভূমি জরিপ অফিসের দুইজন কর্মকর্তাকে সোমবার বিকালে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

মঠবাড়িয়া সার্কেলের সহকারী সেটেলমেন্ট অফিসার আলিউজ্জামানে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া সদর মৌজার জরিপ কার্যে নিয়োজিত উপ-সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা সহিদুল্লার বিরুদ্ধে নিজেকে গোপালগঞ্জের লোক বলে ভীতি প্রদর্শন করে ভূমি মালিকদের সাথে দুর্ব্যবহার ও পর্চা সত্যায়িত করার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়াসহ দুর্নীতির অভিযোগ ওঠে।

অপরদিকে আমড়াগাছিযা মৌজার দায়িত্বে উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার মাহাবুবুর রহমানের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ পাওয়ায় পিরোজপুর-৩ মঠবাড়িয়ার সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজী ভূমি সচিবের কাছে ডিও লেটার দিয়ে ওই দুই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করান।

এদিকে দায়িত্ব হস্তান্তরের পরেও  সহিদুল্লা মঙ্গলবার সকালে কার্যালয়ে  গোপনে কার্যক্রম শুরু করলে ভূমি মালিকরা সার্কেল অফিসারেকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিকভাবে তার কাজ বন্ধ করে দেন।  

এ ব্যাপারে পিরোজপুর-৩ মঠবাড়িয়ার এমপি ডা. রুস্তুম আলী ফরাজী জানান, জরিপ অফিসের দুর্নীতি বন্ধ করার জন্য নিজের টাকা দিয়ে সিসি ক্যামেরা স্থাপন করেছি। এরপরেও দুর্নীতি পুরোপুরি বন্ধ হয়নি। ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ ওঠায় তাদের স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)