লামায় ট্রাক উল্টে তিন শ্রমিক আহত

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৭, ২২:১১

লামা (বান্দরবান) প্রতিনিধি, ঢাকাটাইমস

লামায় একটি রেজিস্ট্রেড ডিপো থেকে অতিরিক্ত গাছবোঝাই করে আসার পথে ট্রাক উল্টে তিন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ড লামামুখে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লামা বন বিভাগ কর্তৃক অনুমোদিত একটি ডিপোতে মজুদ জোতের অনুবলে সেগুন কাঠবোঝাই করে যাওয়ার সময় ট্রাকটি উল্টে যায়। গাড়িটিতে অতিরিক্ত কাঠবোঝাই করার ফলে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজন লোডিংশ্রমিক আহত হন বলে স্থানীয়রা জানায়।

কাঠগুলো বৈধ কিনা জানতে চাইলে লামা বন বিভাগের সংশ্লিষ্টরা জানায়, এসব কাঠ অনুমোদিত একটি জোত এফএল-এর আওতায় সেগুন জ্বালানি হিসেবে পরিবহনের জন্য অনুমতি দেয়া হয়। বন কর্তৃপক্ষের নিবিড় মনিটরিং থাকায় কোন অবৈধ কাঠ ওই ট্রাকে ভর্তির সুযোগ ছিল না।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)