‘ভাইয়ার’ প্রতি খেয়াল রাখবেন, লন্ডনে নেতাকর্মীদের খালেদা

কমরেড খন্দকার, ইউরোপ ব্যুরো
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৭, ০৮:১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করেছেন। লন্ডন সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে এমিরেটস এয়ালাইন্সের ( ইকে-৫৮৬) একটি ফ্লাইটে তিনি দেশে আসছেন।

খালেদা জিয়াকে বিদায় জানাতে বিপুলসংখ্যক নেতাকর্মী হিথ্রো বিমানবন্দরে জড়ো হন। বিমানে ওঠার আগে বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ভিআইপি লাউন্স থেকে টেলি-কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন। এ সময় নেতাকর্মীরা বিমানবন্দরের বাইরে হ্যান্ডমাইক নিয়ে বিএনপি প্রধানের বক্তব্য প্রচার করেন।

খালেদা জিয়া তারেক রহমানের খোঁজ-খবর রাখাসহ তার পাশে থাকতে লন্ডন বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের ভাইয়ার (তারেক রহমান) সঙ্গে যোগাযোগ করবেন, তার প্রতি খেয়াল রাখবেন।’

টেলি-কনফারেন্সে খালেদা জিয়া বলেন, ‘আমি অসুস্থ থাকার কারণে আপনাদের ঠিকমত সময় দিতে পারিনি। আপনাদের সবার দাওয়াত ঠিকমত রক্ষা করতে পারিনি। আগামীতে ইনশাআল্লাহ সাধ্যমত আপনাদের দাওয়াত রক্ষা করার চেষ্টা করবো।’

দলের ঐক্যের ওপর জোর দিয়ে খালেদা জিয়া বলেন, ‘দলের ঐক্য বড় বিষয়। দলের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। মুরুব্বিদের সম্মান দিতে হবে। তরুণদের প্রাধান্য দিতে হবে। অবশ্যই সিনিয়রদেরও প্রয়োজন আছে।’

বিএনপি নেত্রী বলেন, ‘তরুণদের কাজে লাগাতে চেষ্টা করবেন। এখানে যারা ছাত্র আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তারা রাজনীতি না করলেও দেশে গিয়ে ভোট দেবে।’

সবশেষে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বলেন ভালোভাবে যেন দেশে পৌঁছাতে পারি।

লন্ডন মহানগর বিএনপির এক নেতা ঢাকাটাইমসকে জানান, হিথ্রো বিমানবন্দরে নিরাপত্তার কারণে সেখানকার পুলিশ নেতাকর্মীদের বিমানবন্দরে ঢুকতে দেয়নি। সার্বিক নিরাপত্তার জন্য টেলি-কনফারেন্সের মাধ্যমে খালেদা জিয়া বক্তব্য দেন।

বুধবার বিকাল ৫টা ২০ মিনিট নাগাদ খালেদা জিয়ার বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/সিকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :