ওয়ালশের দোষ দেখছেন না তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৭, ১০:০৮

দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের বোলাররা নেন ১২ উইকেট। কিম্বার্লিতে প্রথম ওয়ানডেতে তারা পুরোপুরি ব্যর্থ। নিতে পারেননি একটি উইকেটও। বোলাদের এমন বাজে পারফর্মে সমালোচকদের কাঠগড়ায় পেস বোলিং কোচ কোটর্নি ওয়ালশ। তবে এ নিয়ে দ্বিমত পোষণ করলেন তামিম ইকবাল।

দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ওয়ালশ যে তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন এটা অনেক বড় একটা ব্যাপার। আমি একজন ব্যাটসম্যান, তাই তার সঙ্গে কাজ করার সুযোগ কম। যতটুকু বুঝি, দেখি, তিনি তার নিজের দায়িত্ব পুরোপুরি পালন করার চেষ্টা করছেন। দিন শেষে এটা ব্যক্তির ওপর নির্ভর করে, আমরা মাঠে কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করব। আমরা যদি বাস্তবায়ন করতে না পারি তাহলে একক কাউকে দোষ দেওয়ার আমি পক্ষে না।’

‘ব্যাটিং ইউনিটের যেমন সময় খারাপ যায় তেমনই একটি বোলিং ইউনিটেরও খারাপ সময় যেতে পারে। সংবাদ সম্মেলনে, গণমাধ্যমেও বোলারদের নিয়ে বেশ কথা বলা হচ্ছে। হওয়াটাও স্বাভাবিক। হয়তো ওরা যথাযথ বোলিং করতে পারেনি। আমরা যেন ভুলে যাই, গত দুই বছরে আমাদের সাফল্যের পেছনে কিন্তু পেস বোলিং ইউনিটেরও বড় অবদান আছে।’ মন্তব্য তামিমের।

একটা-দুইটা ম্যাচ বা একটা সিরিজ দিয়ে বোলারদের বিচার না করার আহ্বান তামিমের। ‘একটা-দুইটা ম্যাচ বা একটা সিরিজ দেখে এত আলোচনা যদি আমরা না করি তাহলেই ভালো। কারণ, ওরা সবাই তরুণ বোলার। ২০-২৫ বছর বয়স এদের। যদি এই সিরিজ ভালো নাও যায়, এই সিরিজ থেকে শিক্ষা নিয়ে পরের সিরিজে ওরা ভালো করবে। ওখান থেকে আমি নিশ্চিত কেউ না কেউ ভালো করবে।’

আবারও স্বরূপে ফিরবে টাইগার বোলাররা, বিশ্বাস তামিম ইকবালের।‘ওরা খারাপ করছে দেখে যে, পুরো বাংলাদেশ, মিডিয়া, সব খেলোয়াড়েরা মিলে যদি ওদের দোষ দিই তাহলে কোনোভাবেই ভালো হবে না। ওদের সমর্থন দরকার। ওদের সবারই সামর্থ্য আছে। আজ হোক, কাল হোক ওরা সবাই ফিরবে।’

উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। দুপুর ২টায় পার্লের বোল্যান্ড পার্কে শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী টিভি।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :