সুপ্রিম কোর্টের ৯ কর্মকর্তাকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৭, ১২:৫৯

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রারসহ নয় কর্মকর্তাকে ২২ অক্টোবর বিকালে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়, যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের নয় কর্মকর্তাকে বদলিকৃত স্থানে যোগদানসংক্রান্ত নির্দেশ দিয়ে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে ঢাকায় (প্রেষণে) নূন্যতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, হাইকোর্টের রেজিস্ট্রার মো. আবু সৈয়দ দিলজার হোসেনকে ঢাকার বিশেষ জজ -৩ এর বিচারক, অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা জজ) মো. যাবিদ হোসাইনকে রংপুরের নারী-শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালের বিচারক, (জেলা জজ),অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বিশেষ কর্মকর্তা এ, ই, এম ইসমাঈল হোসেনকে বরগুনাতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমানকে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ কামাল হোসেন শিকদারকে চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ, ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হককে ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ডেপুটি রেজিস্ট্রার বেগম ফারজানা ইয়াসমিনকে পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসারে এ বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১৫ অক্টোবর আইন মন্ত্রাণলায় জারি করে।

এদিকে গতকাল ১৭ অক্টোবর আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেনকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার জেমস্ রিচার্ড ক্রুশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেনকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব (ভারপ্রাপ্ত) পালনের আদেশ দিয়েছেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ আগামী ২২ অক্টোবর (অপরাহ্ন) থেকে কার্যকর হবে।’

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :