সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেট ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৩:৩৬ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৭, ১৩:৩২

সিলেটে যুবলীগ ও শ্রমিকদের সংঘর্ষের জেরে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় সিলেট মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহারের কথা জানান সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।

ফলিক জানান, পুলিশ প্রশাসন বৈঠকে শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বুধবার সকাল ৬টা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ধর্মঘট শুরু করেন শ্রমিকরা।

ধর্মঘট প্রত্যাহারের পর সিলেট থেকে শুরু হয়েছে দূরপাল্লা ও স্বল্পপাল্লার যান চলাচল।

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার দুপুরে যুবলীগের কিছু কর্মী পরিবহন শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়।

সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানান, পরিবহন শ্রমিক ও মালিক নেতাদের সাথে বৈঠক করে সমস্যার সমাধান করার আশ্বাস দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এমএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :