হুমায়ুন আজাদ হত্যা মামলায় তিনজনের সাক্ষ্য গ্রহণ

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৭, ১৬:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় তিনজনের সাক্ষ্য গ্রহণের পর আগামী ৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত।

সাক্ষীরা হলেন- কবি মোহন রায়হান, উপ-পুলিশ কমিশনার কার্যালয়ের কনস্টেবল কামাল হোসেন এবং এস আই মো. আব্দুল হাই।

বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির এ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর সাক্ষ্য গ্রহণের এ তারিখ ঠিক করেন।

সাক্ষীদের মধ্যে তিনজনই এ ঘটনার বিস্ফোরক আইনের মামলায় সাক্ষ্য দেন। তবে সাক্ষী আব্দুল হাই বিস্ফোরক আইনের মামলা ছাড়াও হত্যা মামলায়ও সাক্ষ্য দেন।

এনিয়ে হত্যা মামলায় ৪১ জনের এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নয়জনের সাক্ষ্য শেষ হলো।

কবি মোহন রায়হান এর আগে এ ঘটনার হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন।

সাক্ষ্য গ্রহণকালে আদালতে হাজির করা হয় জেএমবির শুরা সদস্য আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদ ও মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিককে। তাদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে।

মামলার অপর আসামি জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শুরা সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন, রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ ও নুর মোহাম্মদ ওরফে সাবু পলাতক আছেন।

২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি প্রিজনভ্যান থেকে যে তিন আসামি ছিনিয়ে নেয় জঙ্গিরা ওই তিন জনের মধ্যে দুইজন সালাহউদ্দিন ওরফে সালেহীন এবং রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ। এদের মধ্যে রাকিব ওইদিন রাতে ধরা পড়ে এবং পরে বন্দুকযুদ্ধে নিহত হয়।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একুশে বই মেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমির উল্টো দিকে ফুটপাতে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মারাত্মক আহত হন হুমায়ন আজাদ। এ হামলার পর তিনি ২২ দিন সিএমএইচ হাসপাতালে এবং ৪৮ দিন ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। ২০০৪ সালের ১২ আগস্ট (জার্মান সময়) ড. হুমায়ুন আজাদ জার্মানির মিউনিখে মারা যান।

২০১২ সালের ৩০ এপ্রিল সিআইডির পরিদর্শক লুৎফর রহমান ওই পাঁচ আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/আরজে/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :