‘জাতিসংঘে ভেটো দেয়ার ক্ষমতা পাচ্ছে না ভারত’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৭, ১৬:৫১

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন পেতে পারে ভারত। কিন্তু ভেটো ক্ষমতা পাওয়ার জন্য দর কষাকষি করা উচিত নয় নয়াদিল্লির।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে। কিন্তু ভারত এখনই ভেটো ক্ষমতা চাইলে নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন পাওয়া কঠিন হয়ে উঠবে।

ইন্ডিয়া-ইউএস ফ্রেন্ডশিপ কাউন্সিল আয়োজিত আলোচনা সভায় মঙ্গলবার যোগ দিয়েছিলেন নিকি হ্যালি।

জাতিসংঘের কাঠামো সংস্কারের বিষয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রও চায় জাতিসংঘের কাঠামো সংস্কার হোক, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যের সংখ্যা বাড়ুক। কিন্তু ভেটো ব্যবস্থার পরিবর্তন যুক্তরাষ্ট্র চায় না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। শুধু যুক্তরাষ্ট্র নয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাকি চার সদস্য রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীনও ভেটো ব্যবস্থায় কোনও সংস্কার চায় না বলে নিকি হ্যালির দাবি।

তিনি জানিয়েছেন, নিরাপত্তা পরিষদে বর্তমানে যে পাঁচটি দেশ স্থায়ী সদস্য হিসেবে রয়েছে, তাদের কেউই ভেটো ক্ষমতা ছাড়তে রাজি নয়, নতুন কোনও স্থায়ী সদস্যকে ভেটো ক্ষমতা দিতেও এই পাঁচ দেশ রাজি নয়। তাই ভারত ভেটো ক্ষমতা পাওয়ার জন্য জোরাজুরি করলে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়া আরও কঠিন হয়ে উঠবে বলে নিকি হ্যালি জানান।

২০১০ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম বার ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার আশ্বাস দিয়েছিলেন। তারপরে চলতি বছরের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের সময়ে ট্রাম্প প্রশাসন জানায়, নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র। এ বার বিষয়টি নিয়ে মুখ খুললেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালিও। স্পষ্ট জানালেন, ভেটো ক্ষমতার সংস্কার এখনই সম্ভব নয়। তবে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যের সংখ্যা বাড়ানো এবং সেখানে ভারতের অন্তর্ভুক্তিতে যুক্তরাষ্ট্রর সমর্থন রয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

এই বিভাগের সব খবর

শিরোনাম :