গাড়ি থেকে নামিয়ে সাত গুলি, হরিয়ানায় গায়িকা খুন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৭:৩১ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৭, ১৭:১০

ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছিলেন, খুনের হুমকি পাচ্ছেন। শেষমেশ তা যে এমন মর্মান্তিকভাবে সত্যি হবে কে জানত। মঙ্গলবার এক আততায়ীর গুলিতে খুন হলেন ভারতের হরিয়ানার ২২ বছরের লোক সংগীতশিল্পী হার্ষিতা দাহিয়া।

পানিপথের পুলিশ সুপার রাহুল শর্মা জানিয়েছেন, গতকাল হরিয়ানার পাণিপথ জেলার চমরাড়া গ্রামে একটি জলসায় গিয়েছিলেন হর্ষিতা। সেখানে তার গানের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান সেরে বিকেল ৪টার দিকে গাড়িতে করে দিল্লির বাসায় ফিরছিলেন হর্ষিতা। সঙ্গে ছিলেন তার দুই সহযোগী ও ড্রাইভার। দিল্লির নরেলা এলাকায় বাড়ি হর্ষিতার। আচমকাই অন্য একটা গাড়ি পিছনে থেকে এসে হর্ষিতাদের গাড়ির সামনে এসে রাস্তা আটকে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসে অজ্ঞাতপরিচয় দুই সশস্ত্র দুষ্কৃতী। হর্ষিতার ড্রাইভার ও তার সহযোগীকে গাড়ি থেকে নেমে দাঁড়াতে বলে তারা। ওই তিনজন গাড়ি থেকে নেমে দাঁড়ালে হর্ষিতাকে লক্ষ্য করে সাত রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সাতটির মধ্যে ছ’টি গুলি লাগে হর্ষিতার ঘাড়ে ও কপালে। ঘটনাস্থলেই মারা যান তিনি।

মায়ের সঙ্গে হার্ষিতা দাহিয়া

হার্ষিতার বোন লতার অভিযোগ, দিল্লির তিহার কারাগারে থাকা তার স্বামী গ্যাংস্টার দীনেশই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ২০১৪ সালে হার্ষিতাকে ধর্ষণ এবং একই বছর তার মাকে হত্যা করেছিল দীনেশ।

লতা বলেন, ‘আমার বোনকে আমার স্বামীই হত্যা করেছে। কারণ আমার মায়ের হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিল হার্ষিতা।’

পুলিশ ওই দুটি ঘটনার সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছেন। এর সঙ্গে এই খুনের কোনও সম্পর্ক আছে কি না তা-ও খতিয়ে দেখছে তারা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :