বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিবের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৭, ১৭:২৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি এম নুরুল ইসলাম আনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার এক শোকবাণীতে মন্ত্রী বলেন, এম নুরুল ইসলাম আনুর মৃত্যুতে জাতি একজন সত্যিকারের রাজনীতিক ও দেশপ্রেমিককে হারালো। প্রবাসে আওয়ামী লীগকে সংগঠিত করতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

তিনি মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এম নুরুল ইসলাম আনু আজ বুধবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে, নাতি-নাতনি, এক ভাই ও এক বোন এবং বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এমএম/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :