নাটোরে গুলি করে যুবককে হত্যা: আটক ১

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৭, ২০:২৫

নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা ও গোলাগুলির ঘটনায় নাহিদ হোসেনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে সিংড়া থানার উপ-পরিদর্শক শাহ আলম বুধবার সিংড়া থানায় একটি মামলা করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সিংড়া উপজেলার মহিষমারী ও কালিকাপুর গ্রামে দুই পক্ষের দুই দফা প্রকাশ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে উপজেলার দড়ি মহিষমারী গ্রামের হামিদুল ইসলাম গুলিবৃদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া রবিউল ইসলাম ও নাহিদ হোসেন নামে অপর দুই যুবক আহত হন। পরে আহত দু’জনের মধ্যে নাহিদ হোসেন নামে একজনকে (রাজশাহী মেডিকেলে চিকিৎসারত অবস্থায়) গ্রেপ্তার দেখানো হয়। আটক নাহিদ হোসেনের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার দেখানো হয়।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, হত্যার বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার অস্ত্র’র মামলায় একজনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :