প্রযুক্তির বিপ্লবে কতটা প্রস্তুত বাংলাদেশ?

বিআইসিসি থেকে, আসাদুজ্জামান
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৭, ২০:২৬

চতুর্থ শিল্প বিল্পব আসন্ন। এই বিপ্লবের হাতিয়ার তথ্যপ্রযুক্তি। কিন্তু এই বিপ্লবের মহারথী হতে বাংলাদেশ কি প্রস্তুত? এমন প্রশ্ন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের। তারা জানিয়েছেন, তথ্যপ্রযুক্তিকে সঙ্গী করে পথ চলতে হলে প্রয়োজন দক্ষ লোকবলের। তারুণ্য সমৃদ্ধ এই বাংলাদেশ যদি শিল্প বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করতে চায় হবে প্রয়োজন প্রশিক্ষণ। এজন্য সঠিক দিক-নিদের্শনাও প্রয়োজন।

বুধবার থেকে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ আইসিটি এক্সপোর প্রথম দিন বিকালে এক সেমিনারে বক্তারা বলেন, ‘বাংলাদেশে প্রচুর জনশক্তি রয়েছে। জনশক্তি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে। কিন্তু এটা পর্যাপ্ত নয়। কেননা, বাংলাদেশের নাগরিকরা বিদেশে গিয়ে বিভিন্ন কায়িকশ্রমে নিয়োজিত আছেন। কিন্তু এদের জন্য বুদ্ধিভিত্তিক তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ দিলে বিদেশে গিয়েও আরও বেশি আয় করতে পারেন।’

সেমিনারের বিষয় ছিল ‘টেকনোলজি ট্রান্সফরমেশন ডিজিটাল বাংলাদেশ অ্যান্ড ফোরর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন’।

এতে কী-নোট উপস্থাপন করেন সিলিঙ্গার ইউনিভার্সিটি মালয়েশিয়ার ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সিএফও প্রফেসর ড. মোখতার আব্দুলাহ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকাদার।

সেমিনারে বক্তব্য রাখেন বেসিস সভাপতি মোস্তাফা জব্বার। তিনি বলেন, আমরা যদি সৌদি আরবে আমাদের জনশক্তি পাঠাই তবে কতই বা আর বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। অথচ তাদের প্রশিক্ষণ দিয়ে ইউরোপে পাঠালে বেশি আয় হবে।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/এজেড/জেডএ

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা