পদোন্নতি: অতিরিক্ত মহাপরিদর্শক হলেন ৫ ও ডিআইজি ১৫

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৭, ২১:৪৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস

পুলিশ প্রশাসনের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যদার কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া ১৫ অতিরিক্ত ডিআইজিকে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

আজ বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. কামরুল হাসান তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন ঢাকা সিআইডির উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুস সালাম, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. মহাসিন হোসেন, বাংলাদেশ শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. নওশের আলী, ঢাকা পুলিশের বিশেষ শাখার ডিআইজি মীর শহিদুল ইসলাম এবং  ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

উপ-মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আবুল হাসান মুহাম্মদ তারিক, টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট ড. হাসান উল হায়দার, খুলনার পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, ঢাকার টিআন্ড আইএমআরের অতিরিক্ত ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান, র‌্যাবের পরিচালক মো. সাহাবুদ্দিন খান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) ওয়াই এম বেলালুর রহমান, রাজশাহীর পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) মো. মাহবুবুর রহমান, ঢাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুদ রাব্বানী, ঢাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, ডিএমপির যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়া, র‌্যাবের পরিচালক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, র‌্যাবের পরিচালক খন্দকার লুৎফুল কবির এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আবদুল আলীম মাহমুদ।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এএ/মোআ)