নতুন করদাতা সৃষ্টির লক্ষ্যে আয়কর ক্যাম্প

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৭, ২২:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নতুন করদাতা সৃষ্টি ও কর পরিশোধে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে আয়কর ক্যাম্প করেছে সার্কেল-২৮২, কর অঞ্চল-১৩, ঢাকা।

বুধবার রাজধানীর ডেমরার মাতুয়াইলে দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-১৩, ঢাকার কর কমিশনার হাফিজ আহমেদ মুর্শেদ।

অনুষ্ঠানে প্রায় দেড়শতাধিক নতুন করদাতার নাম নিবন্ধন করা হয়। ২০জন করদাতাকে স্পট এসেসমেন্ট, প্রায় পাঁচ শতাধিক করদাতার আয়কর রিটার্ন গ্রহণ করা হয়। পরে তাদের মাঝে আয়কর সনদপত্র দেয়া হয়।

সার্কেল-২৮২, কর অঞ্চল -১৩, ঢাকার সহকারী কমিশনার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার শারমিন ফেরদৌসী, পরিদর্শী যুগ্ম কর কমিশনার শাওন চৌধুরী ও রুনা লায়লা, উপ-কর কমিশনার শাহীনুর জাহান ও মিশন রায়হান, ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবদীন রতন, মাতুয়াইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদ আলী, সারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সহিদুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতারা।

(ঢাকাটাইমস /১৮অক্টোবর/বিইউ/জেডএ)