যন্ত্রবিজ্ঞানী আমির হোসেনের সংবাদ সম্মেলন

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৭, ২২:৪০

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

কৃষিক্ষেত্রে সাড়া জাগানো বগুড়ার কৃষি ও যন্ত্র বিজ্ঞানী আমির হোসেন তার বিরুদ্ধে ১৬ অক্টোবর বগুড়া প্রেসক্লাবে জনৈক মতিয়ার রহমান কর্তৃক সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল সাড়ে ১১টায় পাল্টা সংবাদ সম্মেলন করেন।

এসময় তিনি বগুড়া সদরের মাটিডালি-ধরমপুর রাস্তার পাশে তার কারখানা রক্ষায় সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। দীর্ঘ ১৮ বছর ধরে ওই জায়গায় কারখানা স্থাপন করে তিনি বৈজ্ঞানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং কৃষি ক্ষেত্রে নতুন নতুন যন্ত্র আবিষ্কার করছেন। কিন্তু বেশকিছু দিন ধরে স্থানীয় কতিপয় চিহ্নিত ভূমিদস্যুরা আমির হোসেন-এর কারখানা দখল করে নেয়ার হুমকি-ধামকি দিয়ে আসছে।

তিনি বলেন, প্রকৃতপক্ষে আমি বুয়েট থেকে সনদপ্রাপ্ত কৃষি ও শিল্পযন্ত্র উদ্ভাবক ও প্রস্তুতকারক। বরং সন্ত্রাসী ভূমিদস্যু মতিয়ার রহমান নিজে সহানুভূতি ও অনুকম্পা পাওয়ার উদ্দেশ্যে প্রকৃত তথ্য গোপন করে সাংবাদিক মহলের কাছে সত্য ঘটনা চেপে গেছে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/প্রতিনিধি/এলএ)