কালকিনিতে ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ি মেলা শুরু কাল

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৭, ২২:৫২

মাদারীপুরের কালকিনিতে দেড়শ বছরের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ কুণ্ডুবাড়ির মেলা বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। দক্ষিণাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ এ মেলাটি সাত দিনব্যাপী চলতে থাকবে।

অপ্রীতিকর ঘটনা রোধে এ মেলাকে ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাপনায় রয়েছেন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী।

মেলায় আসা ক্রেতা নাজমুল, নেছার ও জুয়েল বলেন, এই মেলায় আমরা প্রত্যেক বছরই কেনাকাটা করতে আসি। তবে এবছর এ মেলা আগের তুলনা বেশি জমবে।

মেলা কমিটির সভাপতি ভজন কুন্ডু বলেন, আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে আমরা এ মেলার প্রতিবছর আয়োজন করে থাকি।

কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, কুন্ডুবাড়ি মেলাকে ঘিরে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তার স্বার্থে নিয়োজিত থাকবেন।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :