‘শরণার্থী এলাকায় স্থানীয়দের চাকরি নিশ্চিত করুন’

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৭, ২৩:০০

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস

কক্সকাবাজারের উখিয়া টেকনাফের স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের চাকরি নিশ্চিত করার আহবান জানিয়েছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি।

তিনি বলেন, সকল রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও সংশ্লিষ্টরা স্থানীয় যুবকদের চাকরি নিশ্চিত করুন। অন্যথায় কোন এনজিওদের ছাড় দেয়া হবে না। স্থানীয়দের চাকরি থেকে বঞ্চিত করলে প্রয়োজনে এনজিওর গাড়ি ক্যাম্পে ঢুকতে দেয়া হবে না।

বুধবার সকালে উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা সম্পর্কিত সমন্বয় সভায় এ কথা বলেন।

নবাগত উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামানের সভাপতিত্বে উপজেলা মিলনায়নে অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহা আলম, রতনা পালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কিসলু প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/প্রতিনিধি/এলএ)